জাতীয়

(ভিডিও) বিএনপি নেতাকর্মীদের ঢল, গণসমাবেশ শুরু

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ সমাবেশ শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টায় সমাবেশের সময় নির্ধারিত থাকলেও এর আগেই সকাল ১০টা ২০ মিনিটেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল থেকেই সমাবেশেস্থলে উপস্থিত হন বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সভা মঞ্চে উপস্থিত হন।
নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ দেখা যায়। বিকেলে সমাবেশস্থলের অনুমতি পাওয়ার পরই নেতাকর্মীদের পদচারণায় রাত ১০টার মধ্যেই প্রায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ।