সিরাজগঞ্জ

ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

“শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। সেই নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের দিনটি। পুরোবিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।
  “কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষকঃ শিক্ষক স্বল্পতা পূরণ ও বৈশ্বিক অপরিহার্যতা” এ শ্লোগান নিয়ে –  এবারের  বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ শহরের ঐতিয্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের উদ্যোগে র‍্যালি প্রদর্শন  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।    ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে-

উক্ত আলোচনা সভা  অনুষ্ঠানের প্রথমে  ফুল দিয়ে সকল শিক্ষক-কর্মচারীদেরকে বরন করে ছাত্র -ছাত্রীরা।  শিক্ষকের মর্যাদা সবার আগে এ রকম দু’টি ভিডিও দেখানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতার ফুল ফুটানো হয় গান পরিবেশন করার পরে   কেক কর্তন করা হয়। 
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ভিক্টোরিয়া  স্কুলের হলরুমে আলোচনা সভা  অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন,
ভিক্টোরিয়া হাইস্কুলের সদস্য সচিব ও  প্রধান  শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। 
 
 বক্তব্যে রাখেন, স্কুলের  সিনিয়র সহকারী শিক্ষক মীর্জা গোলাম মোস্তফা সহ অন্যান্য শিক্ষকবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মোঃ  রাশিদুল হাসান। 
ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্যে রাখেন,  ছাত্র তাশরিফ, আবুহোরাইরা, ছাত্রী তুবা। 

এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান  শিক্ষক  মোঃ শফিউল আলম, সিনিয়র সহকারী শিক্ষক মির্জা মোঃ গোলাম মোস্তফা, মোঃ সাইফুল ইসলাম, অচিন্তিত কুমার মন্ডল, মোছাঃ পারভীন খাতুন, মোছাঃ জিয়াসমিন সুলতানা, সহকারী শিক্ষক  মোছাঃ নাজমা খাতুন, মোঃ রকিবুল ইসলাম,   শামীম হোসেন এবং নবাগত শিক্ষিকা  তাহমিনা খাতুন ও পূর্ণিমা রাণী সরকার সহ অন্যান্য শিক্ষক সহ অন্যান্য শিক্ষক  সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ অক্টোবর দিনটি বিশ্বব্যাপী পালিত হয় শিক্ষক দিবস। ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়।   যদিও বিশ্বের অনেক দেশে বছরের অন্যান্য অনেকদিন পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে। তবে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ-বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য সেরা সম্মান। পরবর্তী প্রজন্মও যেন যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে সেটাও উদ্দেশ্য।