সারাদেশ

ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদল সম্পাদক দুলাল নির্বাচিত হলেন

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি বোরহান উদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ এর যৌথ স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করেছেন। গত ২১ মে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভাটারা ইউনিয়নের তৃনমুল আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিপুল সর্মথনের লাভের পর গতকাল শনিবার রাতে এ কমিটির ঘোষনা দেয়া হয়।নবগঠিত কমিটির সভাপতি গরীব অসহায় মানুষের বন্ধু ভাটারা ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ও আতিকুর রহমান দুলাল কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশাজিবী এবং সচেতন মহল।

উক্ত সম্মেলনে সভাপতি পদে চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল একক প্রার্থী ছিলেন। নব গঠিত কমিটিরি সভাপতি বোরহান উদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী সহ বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও সাধারন সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ কে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।