ভাঙ্গুড়ায় পেশাদার চার জুয়াড়ি গ্রেফতার
রাজিবুল করিম রোমিও,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলার ভাঙ্গুড়ায় পুলিশ অভিযান চালিয়ে পেশাদার চার জুয়াড়িকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ২৪ মার্চ দুপুরে ভাঙ্গুড়া পৌরসভার মেন্দা মহল্লা এলাকার একটি নির্জন বাগান থেকে পুলিশ তাদের গ্রেফতার করা হয়। এ সময় আরো ৫-৬ জন জুয়াড়ি পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো, ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ীয়া কলেজ পাড়া মহল্লার রিকাদুল ইসলাম (৩৫), সোহেল আহমেদ (৩২) এবং মেন্দা মহল্লার রতন আলী (২৪), আবদুল সওদাগর (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু যুবক প্রায়ই শহরের মেন্দা মহল্লার নির্জন একটি বাগানে বসে হাজার হাজার টাকা দিয়ে জুয়া খেলে।
বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ১০-১২জন জুয়াড়ি টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে ছয়শত টাকা সহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা এএসআই কালাম হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা সকলেই পেশাদার জুয়াড়ি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে।