ভাংগুড়ায় বই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
মোঃ রাজিবুল করিম রোমিও, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় আজ মঙ্গলবার বিকালে ২৭তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হবে। এবারের বই মেলা উপলক্ষ্যে উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি এবং পাবনা-৩ এলাকার আলহাজ মোঃ মকবুল হোসেন এম,পি বই মেলার উদ্বোধন করবেন বলে জানান সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল খালেক।
পরিষদের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম বাবুল জানান এবারের বই মেলায় মোট ৫৭টি স্টল রয়েছে। আগামী ১০ মার্চ এই মেলার সমাপনী হবে বলে তিনি জানান। ভাংগুড়ার বিশিষ্ট ব্যবসায়ীক সঙ্গীত কুমার পাল বলেন, ভাংগুড়ার বই মেলা এখন কেবল ভাঙ্গুড়াবাসীর মেলা নয়, এটি চলনবিল অঞ্চলের লাখো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে। এবারের মেলায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকীকে স্বাগত জানাতে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান। ভাংগুড়ার বই মেলা এখন চলনবিলের একটি জনপ্রিয় মেলাতে পরিনত হয়েছে।