ভাংগুড়ায় অনশনরত তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ
রাজিবুল করিম রোমিও, ভাংগুড়া (পাবনা জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুরায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনের একদিন পর উধাও হয়ে গেছেন প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে ওই উপজেলার পাটুলীপাড়া চরপাড়া গ্রামের প্রেমিক হুজাইফার বাড়িতে অনশন করছিলেন ওই তরুণী। শনিবার সকাল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন তিনি। অভিযুক্ত হুজাইফা ওই গ্রামের সাজনের ছেলে।জানা গেছে, হুজাইফার সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেম চলছিল।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হুজাইফার বাড়ি গিয়ে বিয়ের দাবি জানিয়ে অবস্থান নেন। কিন্তু তার দাবি মেনে নেয়নি হুজাইফার পরিবার। এ কারণে বাড়িতেও অনশন শুরু করেন ওই তরুণী। এ ঘটনা জানাজানি হলে তাকে দেখতে আসে হাজারো মানুষ। কিন্তু শনিবার সকালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই তরুণী। তার পরিবারের সদস্যরা জানান, বাড়ির মেয়ে নিখোঁজ হওয়ায় সবাই দুশ্চিন্তায় রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কিছু বলতে রাজি হয়নি হুজাইফার পরিবার। ভাঙ্গুরা থানার ওসি মো. মাসুদ রানা জানান, প্রেমিকের বাড়ি থেকে তরুণী নিখোঁজের বিষয়ে কোনো অভিযোগ পাননি। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।