সিরাজগঞ্জ

ব্র‍্যাক ইউডিপি’র সমন্বয়ে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আজ সোমবার DCS Educare (Pvt.) Ltd এবং আলহাজ্ব আবু তালেব ফাউন্ডেশন এর সৌজন্য সিরাজগঞ্জ পৌরসভা স্বপ্ল আয়ের ১০৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে পোলাও চাল- চিনি-লাচ্চা -সেমাই-মসলা-ইত্যাদি পন্যোর একটি করে প্যাকেজ প্রদান করা হয়। ব্র‍্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর সমন্বয়ে সিরাজগঞ্জ পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন জনাব হেলাল উদ্দিন-প্যানেল মেয়র ১ সিরাজগঞ্জ পৌরসভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ড: মো: ইউসুফ তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ব্র‍্যাক আরবান ডেভেলপমেন্ট (ইউডপি) এর ফিল্ড কো’অর্ডিনেটর তাহছিন নূর খোকন বলেন,ব্র‍্যাক ইউডিপির কর্মসূচি বাস্তবায়ন করতে অসহায় পরিবার গুলোকে খুব কাছে থেকে দেখে তাদের জন্য কিছু একটা করতে ইচ্ছা জাগে। কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতার জন্য তা সম্ভব হয় না। এবিষয়ে DCS Educare (Pvt.) Ltd এর ম্যানেজিং ডাইরেক্টরর জনাব রেজাউল করিমের সহযোগিতায় মূলত আজকের প্রোগ্রামটি করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান DCS Educare (Pvt.) Ltd এর আলহাজ্ব আবু তালেব ফাউন্ডেশন এর পাশাপাশি সিরাজগঞ্জ পৌরসভার আরো একজন কর্মকর্তা এই কার্যক্রমে আর্থিক সহায়তা করেছেন যিনি নাম প্রকাশ করতে চান না। আশা করি আগাম দিনের সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে বহুমাত্রিক সেবামূলক কার্যক্রম করতে পারবো। প্রধান অতিথি তার বক্তব্যে এমন মহৎ উদ্যোগের জন্য DCS Educare (Pvt.) Ltd, আলহাজ্ব আবু তালেব ফাউন্ডেশন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এবং সমাজের বিত্তবান মানুষকে তাদের নিকটস্থ পিছিয়ে পরা মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানান।