সিরাজগঞ্জ

ব্র্যাকের উদ্যেগে সিরাজগঞ্জে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ

গত ১৫ মার্চ, ২০২২ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭টি পল্লী সমাজের সদস্যদের নিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে প্রতিরোধে সম্প্রীতি মেলার আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে ছোট ছেলেদের , মেয়েদের, পুরুষদের ও নারীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলাধূলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ব্র্যাক এর আহবান গননাটক দলের পরিবেশনায় পরিনতি নাটক পরিবেশন করা হয়।

উক্ত সম্প্রীতি মেলা শেষে আলোচনা সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনে সাটিকাবাড়ি পল্লী সমাজের সভাপ্রধান মনিজা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোছাঃ সুফিয়া বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমিরুল ইসলাম, খোকশাবাড়ী ইউপির সংরক্ষিত আসনের সদস্য সাহিদা খাতুন, ইউপি মেম্বার আসাদুল ইসলাম। খেলাধুলার ইভেন্ট পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, পরিচালনায় সহযোগিতা করেন অফিসার মোঃ মাসুদ রানা এবং উপস্থিত ছিলেন চর ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রী বৃন্দ ।