কামারখন্দ

ব্রাক থেকে নগদ অর্থ পেলেন বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থ কামারখন্দের ফুলাল

 

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আমি অনেক ক্ষতিগ্রস্থ, কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলাল আকন্দ । ব্র্যাক মাইগ্রেশন পোগ্রামের অনুপ্রেরণা-২ প্রকল্পের ফোরাম কমিটির মাধ্যমে উপজেলার হায়দারপুর গ্রামের প্যারালাইজড হয়ে বিদেশ ফেরত ফুলাল আকন্দকে নগদ ৮০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে ।
রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজের হাত দিয়ে এ অনুদানের টাকা ফুলাল আকন্দ ও তার সহধর্মীনির হাতে তুলে দেয়া ব্র্যাক কর্তৃপক্ষ ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাকের ড্রিষ্টিক কো-অর্ডিনেটর আঃ মাজেদ, ব্র্যাক কামারখন্দ শাখা অফিসের হিসাব কর্মকর্তা গিয়াস উদ্দিন, মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার হারুন, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, সাংবাদিক আশিক সরকার প্রমূখ ।
উল্যেখ্য, ফুলাল আকন্দ ২০১৮ সালের প্রথম দিকে মালয়েশিয়া যায় । সেখানে ২০২০ এর শেষের দিকে হঠাৎই তার শরিরের বিভিন্ন অংশ প্যারালাইজড হয়ে যায় । পরে সেখানে কোন প্রকার কাজ করতে না পারায় তাকে দেশে পাঠিয়ে দেয়া হয় । তারপর ২০২১সালে দেশে এসে তার দুই মেয়ের লেখাপড়া ও নিজের চিকিৎসা বাবদ জমানো সব টাকা শেষ করে সে এখন নিঃশ । পরে ব্র্যাকে আবেদনের মাধ্যমে সে নগদ ৮০হাজার টাকা বরাদ্ধ পান তিনি ।

২৩/১০/২০২২
আমিরুল ইসলাম
কামারখন্দ, সিরাজগঞ্জ