ব্যাগে তরুণীর লাশ
গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে সিটি কলেজের পাশের একটি পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যশোর শহরের সরকারি সিটি কলেজ এলাকা ব্যাগে ভরা অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা আন্দাজ করেন, পুকুরের পাশে একটি ব্যাগের ভেতর থেকে গন্ধ বের হচ্ছে। ব্যাগ দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন এলাকার শান্তি–শৃঙ্খলা কমিটির সদস্যদের ডাকেন। তাঁরা গিয়ে ব্যাগে ভরা পলিথিনে মোড়ানো মানুষের লাশ রয়েছে বলে নিশ্চিত হন। এরপর খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।Eprothomalo
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, তিন দিন আগে ওই তরুণীকে গলা কেটে হত্যার পর ব্যাগে ভরে দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে।