editorial

বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করল মুসাফির ইশকুল

আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক :

বৈশাখ উপলক্ষে কত রকমের আয়োজন তো চোখে পড়ে কেউ গান বাজনা নিয়ে ব্যস্ত, কেউ বা প্রিয়জনের সাথে ঘুরতে যাওয়া কেউবা ব্যস্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কিন্তু গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রমী আয়োজন করল মুসাফির ইশকুল। ছিন্নমুল সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের জন্য একটি সেচ্ছাসেবী সংগঠন মুসাফির ইশকুল সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বৈশাখের পোশাক বিতরণ, পান্তা- ইলিশের ব্যবস্থা করে। যাতে এসব ছিন্নমূল ও অসহায় শিশুরা অন্তত বছরের একটা দিন হাসি খুশিও বিনোদনের মাঝে কাটাতে পারে। শুধু তাই নয় তাদের কবিতা আবৃতি, গান, নাচ ও কৌতুকের আয়োজনও করা হয়।এরকম ব্যতিক্রমী উদ্যোগের ব্যপারে জানতে চাইলে মুসাফির ইশকুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুসাফির ইমরান বলেন শুধুমাত্র সমাজের পিছিয়ে পরা শিশুদের মাঝে একটুখানি হাসির জন্য আমাদের সামান্য প্রয়াস মাত্র। প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও বীনা, সাদিকুল ইসলাম, সম্পা, প্লাবন, হাসিবুল ইসলাম, সালাম, সংগীতা, সানজিদা, রহিমা, দিপু, হাসিব, আবির শাহিন, রূপা, নিবির, আশরাফুল, আরিফ, জিয়া, শবনম, রত্না, আহসান হাবিব সহ আরো অনেকে। মুসাফির ইশকুল এর অন্যান্য সদস্যবৃন্দ ইশকুলের নানান দিক তুলে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন।মুসাফির ইশকুল এর সাফল্য কামনা করে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করার জন্য ইশকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।