সিরাজগঞ্জ

বেসরকারি ২০৩টি অনার্স ও মাস্টার্স কলেজের শিক্ষকের এমপিও ভূক্তির ১দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

আজিজুুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

জাতীয় বিশ্ব‌বিদ্যালয় অ‌ধিভূক্ত এম‌পিও ভূক্ত বেসরকারী ২০৩ টি অনার্স ও মাস্টার্স ক‌লে‌জের বৈধভা‌বে নি‌য়োগপ্রাপ্ত ৩৫০০ শিক্ষ‌কের এম‌পিও ভূ‌ক্তির এক দফা দাবী‌তে সিরাজগঞ্জ জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে মানববন্ধন শে‌ষে জেলাপ্রশাস‌কের মাধ্য‌মে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

রোববার (২৪ফেব্রুয়ারি-২০১৯)সকালে উক্ত মানববন্ধন ও স্বারক‌লিপি প্রদান কর্মসূচী‌তে নেতৃত্ব দেন আলহাজ্ব আব্দুর রউফ শামীম সভাপ‌তি বাংলা‌দেশ বেসরকারী ক‌লেজ অনার্স মাস্টার্স শিক্ষক স‌মি‌তি সিরাজগঞ্জ জেলা ও সাধারন সম্পাদক সো‌হেল রানা সিরাজগঞ্জ জেলা আরো উপ‌স্থিত ছি‌লেন, অাব্দুল্লাহ অাল মাহমুদ ডিগ্রী ক‌লেজ ,হাজী ওয়া‌হিদ ম‌রিয়ম ডিগ্রী ক‌লেজ ও সলংগা ডিগ্রী ক‌লেজ সহ অন্যান্য কলেজের শিক্ষক- শি‌ক্ষিকাবৃন্দ এবং কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও সি‌নিয়র সহ-সভাপ‌তি বিলাশগুন চৌধুরী প্রমুখ ।