বেলকুচি সমেশপুরে ১৫০০ পিছ ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ী আটক
আবির হোসাইন শাহীন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ বেলকুচিতে ১৫০০ পিছ ইয়াবাসহ সিদ্দিক হোসেন ভোলা (৫৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাসস্ট্যান্ড এলাকার আব্দুল রাজ্জাকের মুদির দোকানের সামনে থেকে সিদ্দিক হোসেন ভোলা কে আটক করে ডিবি পুলিশ। সিদ্দিক হোসেন ভোলা বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন এর মকিমপুর গ্রামের মৃত মকদম সরকারের ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সমেশপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।১৫০০ পিছ ইয়াবাসহ সিদ্দিক হোসেন ভোলা নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করি।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।