সিরাজগঞ্জ

বেলকুচি ব্র্যাকের সহায়তায় সংসার ফিরে পেল নাসিমা- ফরিদ দম্পতি

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা  কর্মসূচি কর্তৃক  পরিচালিত আইন সহায়তা কেন্দ্রে অনুষ্ঠিত এডিআর এর মাধ্যমে হারানো সংসার ও সন্তান ফিরে পেলো নাসিমা-ফরিদ দম্পতি।
বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সোমবার  ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায়
এডিআর  পরিচালনা( মধ্যস্থতা) করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার মোছা: চন্দনা খাতুন। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর)

এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার সাবেক   উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক আজাদ রহমান,ডেপুটি ম্যানেজার(সোস্যাল মোবিলাইজেশন)  মোঃ সাইফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সংসার  ফিরে পাওয়ায় তারা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।