বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দের গন সংযোগ।
বেলকুুুচি প্রতিনিধি ঃ
আগামী মার্চে উপজেলা নির্বাচন লক্ষ্যে গনসংযোগে পিছিয়ে নেই বর্তমানে দায়িত্ব পালনরত সিরাজগঞ্জ জেলার বেলকুচির উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ। শনিবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। উক্ত পথসভা ও গনসংযোগ কালে মোহাম্মাদ আলী আকন্দ বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে বেলকুচির বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা মেরামত, নির্মাণ সহ অবকাঠামোগত অনেক কাজ করেছি উপজেলা পরিষদের বরাদ্দকৃত অর্থদিয়ে আগামীতে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যহত রাখতে এবং একটি সমৃদ্ধশালী ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবো। ইতিমধ্যে উপজেলা কর্তৃক একটি কৃষি এ্যাপস তৈরী করে কৃষক বিভিন্ন সুবিধা ভোগ করছে তেমনি আমাকে যদি মনোনয়ন দেয় এবং নির্বাচিত হতে পারি তাহলে স্থানীয় এমপি’র সহযোগীতায় আরও বিভিন্ন উন্নয়ন কর্মপরিকল্পনা বিনির্মানে কাজ করে যাবো। উপজেলার খামার উল্লাপাড়া, মবুপুর,আদাচাকী,তামাই, বানিয়াগাঁতী, ভাঙ্গাবাড়ী, কান্দাপাড়াসহ তিনি বিভিন্ন যায়গায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ,উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য গাজী আব্দুর রহমান, শহিদুল ইসলাম শফি খাঁন, আব্দুল হাকীম,২ নং রাজাপুর ইউনিয়নের সভাপতি লালচাঁন শেখ, রাজাপুর ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন খাঁন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও রাজাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলতাফ হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজনু আকন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।