বেলকুচি’র ঐতিহ্যবাহী চরনবীপুুর বাইতুন নূর শাহী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
আবির হোসাইন শাহিন, নিজস্ব সংবাদাতা:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা’র প্রায় পনে তিন’শতাধিক বছরের পুরানো ঐতিহ্যবাহী চরনবীপুর বাইতুন নূর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের তিতল ভবণের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে । বেলকুচি উপজেলা চরনবীপুর গ্রামবাসী ও যুবকদের উদ্দ্যোগে, তিতল ভবণের ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা পুরাতন মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ দারুল ইসলাম ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মাও: মাহবুবুর রশিদ শামীম ও বিশিষ্ট অনুরাগী,সোনামূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি। আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন; বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল কাদের, আলহাজ মোত্তালেব হোসেন মাস্টার,হাজী জহুরুল ইসলাম,সাইদুল ইসলাম মোতাহার,বিশিষ্ট আলেমে দ্বীন মাও: আব্দুল আলীম ও মাও: লিয়াকত হোসাইন,ধুকুরিয়াবড়া ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন,গ্রামের প্রবীণ মুরব্বী মোকছেদ আলী মোল্লা ও তরুণ সমাজ সেবক ডাঃ এনামুল হক লাদেন প্রমূখ। মতবিনিময় ও আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আলী আলমসহ অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে তিতল ভবণের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।