দেশগ্রাম

বেলকুচি’র উদীয়মান কবি,গল্পকার শেখ বিপ্লব হোসেনের শিশুতোষ গল্পগ্রন্হ “ফুলপাখি কলরব” বইয়ের মোড়ক উন্মোচন ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উদীয়মান লেখক, কবি,গল্পকার সিরাজগঞ্জ কবি ও কবিতা পরিষদের কর্মকর্তা শেখ বিপ্লব হোসেনের শিশুতোষ গল্পগ্রন্হ “ফুলপাখি কলরব”বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২১জানুয়ারি- ২০১৯ বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি ্সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ রেজা সারোয়ার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ নর্থ-বেঙ্গলল কিন্ডারর গার্টেন স্কুল ফাউন্ডশনের সভাপতি সৈয়দ তৌহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, পি এস, সি শিক্ষাপরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক কায়সার আহমেদ জয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়, কবি, লেখক, বেলকুচি শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসারগণসহ বিভিন্ন সরকারী -বেসরকারী শিক্ষক,শিক্ষার্থী ,এনজিও কর্মকর্তা, ইউপি সদস্য, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেকে। অনুষ্ঠানে অত্রস্কুলের শিক্ষার্থী ও বেলকুচি স্টার বয়েজ কালচারাল এর সংগীত শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশে সংগীত পরিবেশন করেন ।