বেলকুচি

বেলকুচিতে ৬ টি ইউপি নির্বাচনে আঃলীগের ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২ জন বিজয়ী।

তৃতীয় ধাপে বেলকুচিতে ৬ টি ইউপি নির্বাচনে আঃলীগের ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২ জন বিজয়ী।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা তৃতীয়
ধাপে ইউপি নির্বাচন (২৮ নভেম্বর রবিবার) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে
ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।

৬ টি উপজেলার মোট ৯৬টি কেন্দ্র ৫৮১ টি বুথে ভোট গ্রহন করা হয়।

৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২জন, সংরক্ষিত সদস্য পদে ৬৯জন, সাধারণ সদস্য পদে প্রার্থী সংখ্যা ২৩২ জন, প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা – ২০৭,৪৬৭ জন ।

১নং বেলকুচি সদর ইউপিতে মির্জা সোলায়মান হোসেন ও দৌলতপুর ৪ নং ইউপি’তে আশিকুর রহমান লাজুক বিশ্বাস বিনা ভোটে জয়ী হন।

৪ টি ইউনিয়নে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এতে আওয়ামীলীগের ২ জন এবং ২ স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নে- স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে -৮৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন – আওয়ামীলীগের মনোনীত গাজী ফজলুল হক ভাসানী নৌকা প্রতিকে -৪২৯৬ ভোট পান।

৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে- স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন তার আনারস প্রতিকে ১২৯৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মোঃ জিল্লুর রহমান নৌকা প্রতিকে -৭৬১৪ ভোট পান।

২ নং রাজাপুর ইউনিয়নে আওয়ামীলীগের সোনিয়া সবুর আকন্দ নৌকা ১৪৪৪০ বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আনারস প্রতীক ৭৭৮০ভোট পান।

৬ নং বড়ধূল ইউনিয়নে আওয়ামীলীগের আছির উদ্দিন মোল্লা নৌকা প্রতীক ৪২৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ আনারস মার্কা ৩৮৫৮ ভোট পান ।
২৮ নভেম্বর রাতে বেলকুচি উপজেলার রিটার্নিং অফিসার উপরোক্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন ।
এ নির্বাচনে – ছোট-খাটো বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।