বেলকুচিতে ২৪ঘন্টায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার আসামী সাগর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে মাত্র ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকারী গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩রা অক্টোবর)এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার),পিপিএম (বার)।
তিনি বলেন, আসামি সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নে। সাগর পেশায় একজন তাঁতী। এনজিওর ঋণের চাপে হতাশাগ্রস্থ ছিলেন সাগর। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাগর ভাগ্নি রওশন আরার বাসায় টাকা ধার চাইতে যান। কিন্তু রওশন আরা টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির সিদ্ধান্ত নেন তিনি। রাতে সবাই ঘুমিয়ে গেলে চুরি করতে শুরু করেন সাগর। একপর্যায়ে রওশন আরা ঘুম থেকে জেগে ওঠেন। এসময় সাগর রওশন আরাকে শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা করেন। এসময় শিশু জিহাদ (১০) ও মাহিন (৩) জেগে উঠলে তাদেরকেও হত্যা করেন সাগর।
তিনি আরও বলেন, হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যান সাগর। এ ঘটনায় গত শনিবার সকালে নিহতের বড় ভাই নুরুজ্জামান আকন্দ বাদী হয়ে মামলা করেন। পরে ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গতঃ গত ১লা অক্টোবর বেলকুচি থানাধীন মবুপুর গ্রামে বাহির থেকে শিকল আটকানো অবস্থায় একজন প্রাপ্ত বয়স্ক নারী এবং দুইজন শিশু সন্তানের অর্ধগলিত লাশ পাওয়া যায়। এই ঘটনায় বেলকুচি থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি হত্যা মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এই হত্যায় জড়িত ব্যক্তিদের সনাক্তে একটি চৌকস টিম গঠন করেন। মোঃ সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এবং জনাব সিদ্দিক আহমদ, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল এই টিমকে সার্বিক নির্দেশনা প্রদান করেন। চৌকস এই টিমের দূরদর্শী কার্যক্রম পুলিশ সুপার নিবিড় তত্বাবধানের হত্যায় জড়িত ব্যক্তি মোঃ আইয়ুব আলী সাগর(২৮),পিতা- মৃত মোকছেদ মোল্লা, সাং-নন্দিগাতি, থানা-উল্লাপাড়া ও জেলা-সিরাজগঞ্জকে আজকে রাত্রী ১২ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নিজে সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।