দেশগ্রাম

বেলকুচিতে হামাগুরি দিয়ে এইচএসসি পরিক্ষা দিচ্ছেন শারিরীক প্রতিবন্ধী আছিয়া

সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজে হামাগুরি দিয়ে এবার এইচএসসি পরিক্ষা দিচ্ছেন শারীরিক প্রতিবন্ধী মোছাঃ আছিয়া খাতুন।
শারিরীক প্রতিবন্ধীকতা দমাতে পারেনি তাকে।

উক্ত পরিক্ষা কেন্দ্রের সচিব ও বেলমুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম শামছুল আলমের মাধ্যমে জানতে পেরে। পরে সরজমিন দেখা যায়, পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে একমনে খাতায় লিখে যাচ্ছে প্রশ্নের উত্তর। তাদের পাশে বসে লিখছে আছিয় খাতুন (১৯)। তার হাতে কলম, টেবিলের ওপর পরীক্ষার খাতা। বিশেষ কৌশলে বসে আঙুলের ফাঁকে কলম রেখে মনোযোগ দিয়ে লিখে যাচ্ছে সে।
প্রতিবন্ধী আছিয়া খাতুন বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের দিনমজুর আব্দুর রহমান প্রামানিকের মেয়ে। তার দুই পাঁ একেবারে বিকল হাঁটতে পারেনা। কোন রকম হামাগুরি দিয়ে পরিক্ষা দিতে যায় সে। হামাগুরি দিয়েই তার জীবন সংগ্রাম। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ তার। শারীরিক প্রতিবন্ধীকতা হওয়া সত্বেও হাল ছাড়েনি আছিয়ার বাবা-মা। সে উপজেলা সদরের সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে ১৬ সালে এসএসসি পরিক্ষা দিয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে। সে বেলকুচি মডেল কলেজ থেকে লেখাপড়া করছে।
আছিয়ার বাবা দিনমজুর আব্দুর রহমান প্রামানিক জানান, প্রতিবন্ধী আছিয়াকে প্রতিদিন স্কুল সময়ে আনা নেওয়া করে আমার ছেলে ফিরোজ। প্রতিবন্ধী এই মেয়েকে লেখাপড়া করে একটি চাকরি পাবে এটাই তাদের আশা।
আছিয়া খাতুন জানান, তার ছোট ভাই ফিরোজ কলেজে যাওয়া আসার সময় সাহায্য করে। এছাড়া বাবা-মা তাকে সব রকম সাহায্য সহযোগিতা করেন। বাবা-মা ভাই বেচে না থাকলে হয়তো আমি লেখা-পড়া করতে পারতাম না, তারাই আমার ভরসা।
বেলকুচি বহুমুখী মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব একেএম শামছুল আলম জানান, দু’টি পা একে বারে বিকল। উঠে দারাতে পারেনা। হামাগুরি দিয়ে যাওয়া আসা করে। কোন রকম কলেজে এসে পরিক্ষা দিচ্ছে আছিয়া।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা বলেন, শারিরীক প্রতিবন্ধী আছিয়ার জন্য বিধি মোতাবেক সকল প্রকার সুযোগ-সুবিধাসহ অতিরিক্ত সময়ও বরাদ্দ দেয়া হয়েছে।