বেলকুচি

বেলকুচিতে সাজাপ্রাপ্ত ও চোরাই মোটরসাইকেলসহ ৪ আসামি গ্রেফতার

 

মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি ও চুরি করে নেয়া মোটরসাইকেলসহ ০৪ চোরা কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৩রা জুন) জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ বেলকুচি থানার নেতৃত্বে দিবাগত রাতে বেলকুচি থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত পূর্বক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন খায়েরপাড়া বাজার এলাকা হইতে ০৬ মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আঃ আলীম (৪২), পিতা-মোঃ হুরমুজ আলী শেখ,সাং-মাইঝাইল, থানা-বেলকুচি,জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার এবং অদ্য ইং ০৪/০৬/২২ তারিখ বেলকুচি থানার অপহরণ মামলার এজাহার ভুক্ত আসামী ১। মোঃ কফিল উদ্দিন (২৫), পিতা-মোহাম্মদ আলী কসাই, সাং-ছোনবান্দা, ২। নুর মোহাম্মদ (৪০), পিতা-মোঃ আলীম বক্স,সাং-পূর্ব কেদার, উভয় থানা-কচাকাটা, জেলা- কুড়িগ্রামদ্বয়কে ঢাকা আশুলিয়া থানাধীন আউটপাড়া গ্রাম হইতে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। এছাড়া অদ্য সকালে অপর এক অভিযানে আসামী মোঃ নাইম ইসলাম (২২), পিতা-মোঃ জহুরুল ইসলাম,সাং-শ্যামপুর,থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জকে বেলকুচি থানাধীন কদমতলী এলাকা হইতে চুরি করে নেয়া মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। সর্ব মোট ০৪ (চার) জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।