বেলকুচি

বেলকুচিতে সাংস্কৃতিক উৎসব মেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার( ৩০অক্টোবর’১৮) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্ত্বর হতে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজা সারোয়ার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, ভাংঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার গাজী ফজলুল হক ভাষানী, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন মন্ডল প্রমুখ।

এসময় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে,স্হানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয় ।