বেলকুচিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তিকারী শাকিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
মহান রব্বুল আলামীনের প্রিয় হাবিব বিশ্ব মুসলিম জনতার কলিজার টুকরা মহানবী হযরত মুহাম্মদ (স) এর মর্যাদাহানিকর কটুক্তিকারী সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানাধীন নাগগাঁতী গ্রামের নাস্তিক কুলাঙ্গার শাকিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বেলকুচি উপজেলার উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা।
২৯শে আগষ্ট শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়ে বেলকুচি উপজেলা আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে শাকিলের ফাঁসির দাবিতে ব্যানার ফেস্টুনে জুতা মেরে প্রতিবাদ সমাবেশে যোগ দেন কটুক্তির প্রতিবাদ কারী হাজার হাজার ইসলাম ও রাসুল প্রেমিক ধর্ম প্রান মুসুল্লিরা।
উক্ত প্রতিবাদ সমাবেশে তামাই কবরস্থান হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা জহুরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উলামা পরিষদের সভাপতি শাহপুর মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ আলী, উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, ইসলামি আন্দোলন সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, উলামা পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল আলিম, চালা সাতরাস্তা মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, উলামা পরিষদের সহসভাপতি শহিদুল ইসলাম, উলামা পরিষদের সদস্য সচিব মাওলানা সানোয়ার হোসেন, ভাঙ্গাবাড়ী ইউপি উলামা পরিষদের সভাপতি মাওলানা রাসেল আহমেদ সহ বিভিন্ন আলেম উলামাগন বক্তব্য রাখেন।
বক্তব্যে সবাই একমত প্রকাশ করে নবীকে অবমাননা ও কটুক্তির প্রতিবাদে কুলাঙ্গার শাকিলের ফাঁসি দাবি করা হয়।