বেলকুচি

বেলকুচিতে রজনীকান্ত সেনের ১৫৪জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আবির হোসাইন শাহিন :

উপমহাদেশের প্রখ্যাত কবি কান্ত কবি রজনীকান্ত সেনের জন্মভূমি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ীতে শুক্রবার( ২৬ জুলাই)   বিকেলে কবি রজনীকান্ত সেনের ১৫৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   রজনী সংসদ ও পাঠাগারের উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে  গাজী নেজমত আলী তালুকদারের সভাপতিত্বে, এ্যাডভোকেট কামরুল ইসলাম শান্তার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  রজনীকান্ত সেনের বংশধর সাবেক অধ্যাপক ডক্টর মুন্জুশ্রী সেন,আরো বক্তব্য রাখেন রজনীকান্ত সেনের বংশধর শ্রীমতি অন্জলী সেন, শ্রীমতি নিবেদিতা ঘোষ, শ্রীযুক্ত বাবু সওগৌত দাস, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক,  ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরী,  রজনী সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন,  বেলকুচি থানার ওসি তদন্ত নুরে আলম,বেলকুচি  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,  রেজাউল করিম,ঢাকা মহানগর উওর,বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, মাহমুদুল হাসান সেলিম,  বেলকুচি পূজা উজ্জাপন পরিষদের সাধারণ সম্পাদক, বৈদ্যনাথ রায়, শ্রীযুক্ত বাবু হেমান্দ্রনাথ চৌধুরী, গৌতম সাহা প্রমুখ।