বেলকুচিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকের বিরুদ্ধে ঘোষনা করেছে জিরো টলারেন্স ঘোষনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি। সোমবার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় এই ঘোষনা দেয় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, পৌর মেয়র আশানূর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ(ওসি)আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, দপ্তর সম্পাদক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ,বড়ধূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, মৎস কর্মকর্তা আইযুব আলী, শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার আল আমিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন।
বক্তরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বেলকুচি উপজেলাকে মাদক নির্মূল করার লক্ষ্যে জিরো টলারেন্স ঘোষনা প্রদান করেন।