বেলকুচিতে ভাড়াবাড়ী হতে ইমন নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার !
বেলকুুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি পৌরএলাকার চরচালা গ্রাম হতে ইমন নামের ১ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জানুয়ারি -২০১৯) দুপুরে বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর ইকবাল হোসেনে ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় শাহারিয়ার ইমন (২১) নামের যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সে কামারখন্দ থানাধীন বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী গোলামের ছেলে। জানা গেছে, পরিবারে সাথে অভিমান করে তার নিজ শয়ন ঘরের দর্নার সাথে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।