বেলকুচিতে ব্যক্তিগত অর্থায়নে হত দরিদ্র ৯০০০পরিবারকে ত্রান সহায়তা দিলেন এম পি মমিন মন্ডল
আবির হোসাইম শাহিন :
দেশে চলছে অঘোষিত কমবিরতি। করোনার আগ্রাসনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত নিম্নবৃত্ত যারা দিন আনে দিন খায়।সারাদেশের মত সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল ব্যক্তিগত অর্থায়নে ৯০০০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাসের কারণে লক ডাউন বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের এখন দুর্বিষহ অবস্থা। দেশের এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যেই সারাদেশে গরিব দুঃখী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে পাশে দাড়িয়েছে জাতির পিতা গড়ে যাওয়া দল বাংলাদেশ আওয়ামীলীগ। বেসরকারি ও ব্যক্তিগতভাবে বিত্তবানেরা এগিয়ে আসছে অসহায় গরিব মেহনতি মানুষের পাশে।
এছাড়াও করোনা মোকাবেলায় পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ সরকার। ত্রান বিতরণের সময় যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা বলেন সরকারি সহযোগিতার পাশাপাশি দেশের ক্লান্তিকালে আমাদের এমপি মহোদয়ের ব্যাক্তিগত অর্থায়নে গরিব মানুষকে সহযোগিতার জন্য এই ত্রাণ সামগ্রী বিতরণ চলমান থাকবে ততোদিন যতোদিন দেশে এই করোনা দুর্যোগ থাকবে।তিনি আরও বলেন অচিরেই ইনসাআল্লাহ অচিরেই আমাদের দেশ করোনা ভাইরাস মুক্ত হবে। আমাদের তারুণ্যের অহংকার আলহাজ আব্দুল মমিন মন্ডল মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই সহযোগিতার জন্য গরীবের মুখে হাসি ফুটবে এবং বেচেঁ থাকার অনুপ্রেরণা যোগাবে।।