বেলকুচি

বেলকুচিতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ১৪ আসামী আটক

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ১৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে ৫ অক্টোবর মঙ্গলবার ভোর রাত পর্যন্ত থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বেলকুচি উপজেলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন, রহম আলী (৬৫), জাহাঙ্গীর (৪৪), ইমরান (২৬), ইসমাইল (২৩), জহুরুল ইসলাম (৫৫), আবু সাইদ সরকার (৫৫), রিয়াজ (১৯), আলহাজ (১৯), ইসমাইল, বোরহান উদ্দিন (৩২), শাহিনুর বেগম, তারা বানু, নুরু জাহান, বোরহান শেখ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিটিসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল, তাদের মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।