বেলকুচি

বেলকুচিতে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ।

 

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ -২/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় মাসকলাই বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ২২শে সেপ্টেম্বর বেলকুচি উপজেলা চত্বরে উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের মুরুব্বিগন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান তিনি তার বক্তব্যে বলেন বিনামূল্যে আপনাদের মাঝে যে মাসকলাই বীজ বিতরণ করা হয়েছে, সেগুলো একমাত্র ক্ষেত- খামারে বপনের জন্য, খাওয়ার জন্য নয়। আর এগুলো খাওয়ার উপযোগীও নয় কারন এই বীজে রাসায়নিক সার মিশ্রণ করা আছে। তাই এগুলো খাওয়ার কারনে বড় ধরনের ক্ষতি হতে পারে। তিনি আরও বলেন আপনারা কেউ এই মাসকলাই বীজ বিক্রি করতে পারবেন না। যদি কোন এরকম অভিযোগ পাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।