বেলকুচিতে বিএনপি’র পাপ্পু মনোনয়ন পত্র জমা দিলেন।
বেলকুুুচি প্রতিনিধি (সিরাজগঞ্জ) ঃ
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি’র মনোনীত প্রার্থী ওরিয়েন্টাল গ্রুপের পরিচালক ও জেলা বিএনপি’র সহ-সভাপতি রকিবুল করিম খান পাপ্পু।মঙ্গলবার বিকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওলিউজ্জামান এবং নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুনের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি থানা বিএনপি’র আহব্বায়ক কমিটির যুগ্ন-আহ্বায়ক আব্দুল রাজ্জাক মন্ডল, শফিকুল ইসলাম শফি, মিজানুর রহমান, বেলকুচি পৌর বিএনপি’র আহব্বায়ক আব্দুল মান্নান সরকার, এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী, বেলকুচি থানা বিএনপির উপদেষ্টা বদরুদ্দোজা দোজা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।