বেলকুচি

বেলকুচিতে প্রথম পর্যায়ের বিতর্ক উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন

রেজাউল করিম,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রথম পর্যায়ের বিতর্ক উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় প্রথম পর্যায়ের বিতর্ক উৎসব।
বিতর্ক উৎসব অনুষ্ঠানে কয়েকজন অবিজ্ঞ বিতারকিক বিচারক মন্ডলী ও মাননীয় স্পিকার গঠন করা হয়, সেই বিতর্ক উৎসব অনুষ্ঠানে অংশ নেয় সরকারি দলীয় সংসদ সদস্য বনাম বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

রবিবার সকালে ৯ই নভেম্বর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা।
বিতর্ক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।
এ-সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সংসদ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেন মাতৃভূমি কালচারাল একাডেমির সত্বাধীকারী মোঃ নাজমুল হাসান, বিচারক মন্ডলী ইসলামি বিশ্ব বিদ্যালয়ের সাবেক বিতারকিক মোঃ নজরুল ইসলাম সহ আরও অনেকে।