বেলকুচিতে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান।
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
“সেবার মানুষিকতায় পথ চলা” এই শ্লোগান ধারন করে সামাজিক সংগঠন “পাশে আছি ফাউন্ডেশন” এর উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচিতে দেড়শতাধিক গরীব ওঅসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০নভেম্বর’১৮) বিকালে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কে.সি সালদাইর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সামাজিক সংগঠন “পাশে আছি ফাউন্ডেশন”এর শিক্ষার্থীদের টিফিনের টাকা বাচিয়ে গরীব ও অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও এতিমখানায় সোলার বাতি ক্রয় করার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে “পাশে আছি ফাউন্ডেশন”এর চেয়ারম্যান আবু হুরায়রা বিজয় এর সভাপতিত্বে ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডাঃ মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার অনুপস্থিতিতে তার পক্ষে উপস্থিত ছিলেন মোঃ তারেক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব মোঃ কেরামত আলি তালুকদার, কে.সি সালদাইর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন (উত্তর) জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ সাইদুল ইসলাম, জামায়াত নেতা মোঃ গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও জামায়াত নেতা জহুরুল ইসলাম, শিবির নেতা মাজেদুল ইসলাম।
এসময় আরো উপস্হিত ছিলেন, “পাশে আছি ফাউন্ডেশন”এর সেক্রেটারী রিহান আহমেদ সুমন, প্রচার সম্পাদক ফয়ছাল আহমেদ ও ফাউন্ডেশন এর সদস্য শেখ রাজিব, মাহবুব হাসান, মোঃ মাফিজুল ইসলাম, মোঃ গোলাম রাব্বি, মোঃ মিলন, মোঃ মামুন, মোঃ আদম আলী শেখ, ইয়াছিন আলি, মোঃ হাসান, মোঃ রাকিব হোসেন, মোঃ মোতালেব প্রমুখ।