বেলকুচিতে নিখোঁজের একদিন পর মিলল ব্যবসায়ীর লাশ !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের একদিন পর শ্যামল সাহা (৫৮) নামে এক লারকী (খড়ি) ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার (২০জুন) বিকেল ৪টার দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজার হতে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত লাকরী ব্যবসায়ী শ্যামল সাহা পৌর এলাকার গাড়ামাসি গ্রামের মৃত নারায়ণ সাহার ছেলে । বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিষয়ে শ্যামল সাহার সাথে তার আত্নীয় -স্বজনদের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে গত ১৯ জুন সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বৃহস্পতিবার দুপুরে বোল্ডার বাজার এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা, পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা করা হয়েছে।