বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় সচিবের কাছে ক্ষোভ প্রকাশ করলেন প্রান্তিক তাতিরা
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে, কোন বৈষম্য চলবে না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রান্তিক তাঁতীরা।
মঙ্গলবার দুপুরে তাঁত শিল্পের উন্নয়নে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তামাই অগ্রণী সংসদ ক্লাবে তাঁতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি তাঁতিদের কথা শোনেন।
বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
এসময় তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক শুকুমার শাহা, সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস ছামাদ খান ও বেলকুচি তাঁত বোর্ডের লিয়াঁজো অফিসার তন্নী খাতুন উপস্থিত ছিলেন।
এদিকে তামাই হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুমওনার্স এ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজী আব্দুল আজিজ সরকার ও তাঁতি আব্দুল গফুর খান বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ কাপড় উৎপাদন হয় একমাত্র তামাই গ্রামে। তবে রং সুতার দাম সহ সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারনে এ গ্রামের বহু কারখানা বন্ধ হবার পথে।
তাঁতিরা আরও বলেন, উচ্চ সুদে লোন নিয়ে অনেক তাঁতিই সর্বশান্ত হচ্ছে। তবে সরকারি ভাবে কম সুদে লোন দিলে এ শিল্প টিকে থাকবে। এছাড়া পরিবেশ অধিদপ্তর, বিদুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থা দ্বারা হয়রানি বন্ধ করতে হয়। একই সাথে তাঁত শিল্পে গ্যাস সংযোগ সহ পরিবেশ সুরক্ষায় ইটিপিপ্লান্ট নির্মানে সরকারি সহযোগী নিশ্চিত করেতে হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, তাঁত শিল্পের উন্নয়নে সকল সহায়তা করা হবে। প্রকৃত তাঁতিরাই বোর্ডের সহায়তা পাবে। এছাড়া পরিবেশ রক্ষা সহ এ শিল্পে গ্যাস সংযোগের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।
