বেলকুচিতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ।বুধবার গভীর রাতে বেলকুচি উপজেলার সয়দাবাদ-বেলকুচি সড়কের সুবর্ণসাড়ার শ্বশানঘাট সংলগ্ন সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের মৃত সোনাউল্লাহ তালুকদারের ছেলে মোতালেব হোসেন মোতাল (২৮), মৃত মোজাফ্ফরের ছেলে আনোয়ার হোসেন আনফোর (৪২), সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের সুনিল চন্দ্র সুত্রধরের ছেলে কৃষ্ণ সুত্রধর (২৫), আবু হানিফের ছেলে সাইদুল রহমান (৩২), কৃষ্ণ সুত্রধরের ছেলে অনিল কুমার সুত্রধর (২০)বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার দিনগত রাত ৩ টা সময় আটককৃতরা বেলকুচি-সয়দাবাদ সড়কের সুবর্ণসাড়া শ্বশানঘাট সংলগ্ন সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন সংবাদে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিমের নেতৃত্বে বেলকুচি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৬টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।তিনি আরও জানায়, আটককৃতরা আন্ত :জেলা ডাকাত দলের সদস্য। এরা বিভিন্ন সময়ে জেলার ও আশপাশের বিভিন্ন সড়কে ডাকাতি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে বুধবার বিকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।