বেলকুচি

বেলকুচিতে জামায়াত নেতা আবুল হাসান মঞ্জু গ্রেফতার।

আজিজুুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে নাশকতা মামলায় উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলমের ধুকুরিয়াবেড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল হাসনাত মঞ্জু কে গ্রেফতার করেছে বেলকুচি থানার পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ভেন্যাগাছি গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হাসনাত মঞ্জু ঐ গ্রামের মৃত রহমত আলী মাষ্টারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, তার নামে কোন মামলা ছিল না, শুধু মাত্র অধ্যক্ষ আলী আলমের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হবার কারণে রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনী কাজে বাধা দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশীদ শামীম মুঠো ফোনে বলেন, আবুল হাসনাত মঞ্জু কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, জামায়াত নেতা আবুল হাসনাত মঞ্জুর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।