বেলকুচি

বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা !

 

 আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কামার পাড়া গ্রামে শহিদুল খন্দকার(৩৫)নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।২৪(আগষ্ট)শনিবার ভোরে দিকে নির্মাণধীন নুরে জামে মজিদে সিড়ির কাছে ওই যুবক আত্মহত্যা করেন।

নিহত শহিদুল খন্দকার বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের আব্দুল খালেক খন্দকারের ছেলে।

এলাকাবাসী জানান,বাড়ির সকলের অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছেন।বাড়ির লোকজন নিহত শহিদুলকে  ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশে নির্মাণধীন  নূরে জামে মজিদে সাটারিংয়ের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়  । 

বেলকুচি  থানার অফিসার ইর্নচাজ আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা  শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে  মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে বলেও জানান তিনি।