বেলকুচিতে গরীব ও অসহায়দের মাঝে ৩৩০ শীতবস্ত্র কম্বল বিতরণ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে, গরীব ও অসহায় ৩৩০ জন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন পরিষদে শীতার্থ মানুষগুলো শীতবস্ত্র পেয়ে তাদের মুখে হাসি ফুটে । এসময় উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলাইমান হোসেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী,ইউপি সদস্য আকবর হোসেন,আরও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ সহ বিভিন্ন সচেতনমহল ও সমাজের নেতৃবৃন্দ।