বেলকুচিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে ২০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে বিকল্প কর্ম সংস্থান তৈরির লক্ষ্যে অসহায় দরিদ্র ২০ জন জেলেদের মাঝে ২০টি বকনা বাছুর বিতরণ করা হয়।
ইলিশ মাছ আহরণ কারী দৌলতপুর, বড়ধুল, রাজাপুর ও বেলকুচি পৌর সভার জেলের মধ্যথেকে ২০ জন বাছাই করে জাটকা আহরণ বন্ধ রাখার লক্ষ্যে, বিকল্প কর্ম সংস্থান তৈরির জন্য উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম করা হয়।
শনিবার (১৪ই জানুয়ারি) সকালে উপজেলা চত্বরে বিতরণ কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বেলকুচি উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, সিরাজগঞ্জ সহকারী মৎস্য কর্মকর্তা রিপন কুমার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস বেলকুচি ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম সরকার, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।