বেলকুচিতে আত্নহত্যা বিরোধী সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সোমবার (২৯ অক্টোবর’১৮) সকালে ‘আত্নহত্যা পরিহার করি, সুন্দর জীবনকে উপভোগ করি ‘ এই শ্লোগান নিয়ে -আত্নহত্যা বিরোধী সচেতনামূলক মত বিনিময় সভা অনুষ্ঠত হয়েছে।
সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে উপস্হিত ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ আআনোয়ারুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী মোঃ সাইদুর রহমান, অএ স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ,অভিভাবক সদস্য,সুধীজনও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।