বেলকুচি

বেলকুচিতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার !

আজিজুর রহমান মুুুন্না,  সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সাহাপুুর গ্রাম হতে জুলেখা খাতুন (২২) নামে  অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ শনিবার( ৮জুুন) দুপুরে উদ্ধার করেছে পুলিশ।  নিহত জুলেখা ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ও বেলকুচি সদর ইউনিয়নের রানীপুরা গ্রামের জুলহাস শেখের মেয়ে। পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে সাহাপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ইসমাইলের সঙ্গে জুলেখার বিয়ে হয়। স্বামী ইসমাইল ঢাকায় শ্রমিকের কাজ করেন। অন্তঃসত্ত্বা জুলেখা বেশ কিছুদিন ধরেই বাবার বাড়িতে ছিলেন।  শুক্রবার স্বামী ঢাকা থেকে বাড়িতে এলে শাশুড়ি ও ননদ গিয়ে জুলেখাকে নিতে আসেন। শনিবার সকাল থেকেই ওই বাড়ির কোনো লোকজন ছিল না। এক পর্যায়ে প্রতিবেশিরা জুলেখার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।  বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ  উদ্ধার করা হয়েছেে। লাশটি যেভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাতে এটি আত্মহত্যা কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।  এ ঘটনায় নিহতের বাবা জুলহাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এবং তিনি আমাদেরকে জানান, তার মেয়েকে শ্বশুড় বাড়ীর লোকজন পরিকল্পপিতভাবে হত্যা করেছে। ইসমাঈল আগেও তিনটি বিয়ে করেছে। তার এক স্ত্রী আগুনে পুড়ে মারা যায় বলে অভিযোগ করেন।