বেপরোয়া সিএনজি চালকে কামারপাড়া-বওড়া সড়কে বেড়েই চলেছে দুঘটনা
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার কামারপাড়া- বওড়া স্থানীয় সড়কে বেপরোয়া সিএনজি চালক ফলে বেড়েই চলেছে দূঘটনা। বেলকুচি সদর উপজেলা থেকে দৌলতপুর রাস্তার বেহাল দশার কারনে সিএনজি অটোরিকশা ভ্যানগাড়ি বিকল্প রাস্তা হিসাবে কামারপাড়া – বওড়া রাস্তা ব্যবহার করছে কিন্তু সিএনজি চালকদের বেপরোয়া গাড়ি চালকে অতিস্ত গ্রামবাসী। প্রায় প্রত্যেক দিনই ঘটছে ছোট বড় দুঘটনা। আবাসিক এলাকায় হওয়ায় সহনীয় পর্যায়ে গাড়ি চালানের নিয়ম থাকলেও তাদের বেপরোয়া গাড়ি চালানের কারনে দুঘটনা বেড়েই চলেছে। গতকালকেউ সকাল ৯ ঘটিকা সময় এক পথ শিশু দুঘটনার কবলে পড়ে হাত ও মাথায় আঘাত পায় পরে বিক্ষুব্ধ জনতা সিএনজি চালককে গন ধলাই দিতে থাকে স্থানীয় প্রতিনিধি ও মুরুব্বিগন অবস্থা সাভাবিক করে। এলাকাবাসির দাবি স্থানীয় রাস্তা হওয়ার কারনে গাড়ি চালানের নিয়ম কানুন মেনে গাড়ি চালাতে অনুরোধ করে এবং ঘটনার পুনঃবৃত্তি যেন না ঘটে সেজন্য সবাইকে সাবধানে গাড়ি চালানের পরামর্শ দেন।