বেঙ্গলের এ.জিএম হিসাবে পদোন্নতি পাওয়ায় সিরাজগঞ্জে কাজী মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
বেঙ্গল সিমেন্ট লিমিটেডের সমগ্র উত্তর বঙ্গের দায়িত্বে থাকা কাজী মোস্তাফিজুর রহমান সিনিয়র ম্যানেজার থেকে পদোন্নতি পেয়ে এ.জি.এম হওয়ায় বেঙ্গল সিমেন্ট লিমিটেডের সিরাজগঞ্জ বগুড়া জোনের পরিবেশক তন্ময় ট্রেডিং, সিরাজগঞ্জ রড সিমেন্ট ও ঢেউটিন মার্কেটিং এসোসিয়েশন এবং সিরাজগঞ্জের বেঙ্গল সিমেন্টের কর্মকর্তা গণ নতুন এজিএম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার (১৫জুন) সকালে তন্ময় ট্রেডিং এর অফিস কক্ষে এই অভিনন্দন জ্ঞাপন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তন্ময় ট্রেডিং এর ব্যাবস্থাপনা পরিচালক এম এ আল বাকী, রিজিওনাল ম্যানেজার কামাল হোসেন, এরিয়া ম্যানেজার আরিফুজ্জামান, কর্মকর্তা শুভ কুমার ঘোষ, তন্ময় ট্রেডিং এর ব্যাবস্থাপক আল আমিন হোসেন, অফিসার সামাউল সোহাগ, সিরাজগঞ্জ রড সিমেন্ট ও ঢেউটিন মার্কেটিং এসোসিয়েশন এর শিপন কুমার দত্ত, হারুনর রশীদ, মীর আল মেহেদী (সুমন), ওয়াসিম হোসাইন, সোহেল রানা বিশ্বাস, বাপ্পি, স্বাধীন সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষী গণ। এসময় পদোন্নতি প্রাপ্ত এ.জি.এম কাজী মোস্তাফিজুর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া কামনা করেন ও ধন্যবাদ জানান। এসময় উপস্তিত সবার পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং কর্ম ও ব্যাক্তিগত জীবনে সার্বিক মঙ্গল কামনা করা হয়।