সিরাজগঞ্জ

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ১ম বিভাগ হ্যান্ডবল ২০২০-২০২১ শুভ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল প্রথম বিভাগ হ্যান্ডবল লীগ কালেক্টর স্কুল এন্ড কলেজে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৮ টি দল নিয়ে টুনামেন্ট শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১অক্টোবর) বিকালে কালেক্টর স্কুল এন্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ -সভাপতি, জেলা ক্রিয়া সংস্থা মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও সহ -সভাপতি জেলা ক্রিয়া সংস্থা হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সিরাজগঞ্জ মো. জসিমউদদীন চৌধুরী পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান খশরু,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সহ -সাধারণ সম্পাদক কামরুল হাসান হিল্টন, কার্যনির্বাহী সদস্য এনামুল হক,হাফিজুল ইসলাম, সন্টু গুন, রুবেল মাহমুদ, গাজী মজিদ,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা সিদ্দিকা অপু, সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন,পড়াশোনার পাশাপাশি খেলাধুলা কনো বিকল্প নেই। খেলাধুলা করলে মন মানুষিকতা শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। জেলা পযার্য়ের এখান থেকে জাতীয় মানের খেলয়ার হওয়ার সুযোগ আছে। খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত,বাল্য বিবাহ, ইভটিজিং থেকে সক্রিয় বিরত রাখে এবং ভালো সমাজ করতে হলে খেলাধুলা বিকল্প নেই।
উদ্বোধনী খেলায় দি সেন্টার ক্লাব ৪ এবং সেকেন্দার আলী ৬ গোলে জয়ী হয়।