সারাদেশ

বি‌য়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বি‌য়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সিদ্দিকুর রহমান (৩০) ও আব্দুস সাত্তার ঢালী (৫৭) দু’জনই আওয়ামী লীগ কর্মী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে এই ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সংর্ঘষের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা গেছে, স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে উপ‌স্থিত হয় ধূল‌খোলা ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি কালাম বেপারী ও ইউ‌নিয়ন যুবলী‌গের আহ্বায়ক জামাল রাঢ়ী। এই দুই গ্রুপের মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুইপক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।