বিভাগীয় শ্রেষ্ঠ উল্লাপাড়ার ইউএনও মোঃ আরিফুজ্জামান
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। চলতি বছরে বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের স্বাক্ষরিত একটি চিঠি রোববার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে পাঠিয়েছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ আরিফুজ্জামান ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে যাচ্ছেন। একজন সৎ ন্যায় নিষ্ঠাবান অফিসার হিসাবে তিনি উপজেলার নানা উন্নয়ন কর্মকান্ডে অবদান রেখে ইতিমধ্যেই প্রচুর সুমান কুড়িয়েছেন। সেই সাথে উপজেলাবাসীর আস্থাভাজন হয়েছেন ।