বিনা পয়সায় ১৯০৮ টি লাশ দাফন কাফন- শাহজাদপুরে পাশাখাঁর মানবিক দৃষ্টান্ত
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের মাষ্টাররোলে চাকুরি করা পাশা খাঁ দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন । জানাগেছে. শাহজাদপুর পৌর এলাকার পাঠানপাড়া মহল্লার মৃত নাজিম খাঁর ছেলে পাশা খা(৬০) শাহজাদপুর পৌরসভায় মাষ্টাররোলে চাকুরি করেন। তিনি ১২ বছর বয়স থেকে এযাবৎ বিনা পয়সায় ১৯০৮ টি লাশ দাফন করে শাহজাদপুরসহ আশপাশের এলাকাগুলোতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশা খাঁ প্রতিবেদককে বলেন, আমি পৌরসভায় কাজ করার পাশাপাশি চুনিয়াখালীপাড়া কবরস্থানে কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছি। ৪৮ বছর আগে তার বয়স যখন ১২ বছর । তখন তিনি দেখতে পান, একটি লাশের স্বজনরা মৃত ব্যাক্তির লাশ দাফন কাফন করতে লোকের অভাবে সমস্যায় পড়েছেন। তখন তিনি নিজেই ঐ লাশের দাফন কাফনের কাজ করেছিলেন। তার পর থেকেই তিনি বিনা পয়সায় লাশ দাফন কাফনের কাজ করে আসছেন। লাশ দাফন কাফনের পর কেউ তাকে খুশি হয়ে কিছু দিলেও তিনি সেটা নেন না। এমনকি তিনি ঐ বাড়ীতে খান না। তিনি বলেন, অনেকেই তাকে এ কাজে নিরুৎসাহিত করেছেন। কিন্তু তিনি কারো কথা না শুনে তার মানবিক দায় থেকেই তিনি এ কাজ করে চলেছেন। তিনি কারো প্রশংসা পাওয়ার জন্য এ কাজ করেন না বলে জানান। এলাকাবাসী বলেন, পাশা খাঁকে কেউ ডাক দেওয়ার সাথে সাথেই চলে যান লাশ গোসল ,কাফন ও দাফন করতে। পাশা খাঁ বলেন, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমি এ মানবিক কাজটি করে যাবো।