সারাদেশ

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো বাঁধন

আবির হোসাইন শাহিন:

আজ ২৪-০৭-২০১৯ তারিখে বাঁধন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিট বিনামূল্যে শিক্ষাদের রক্তের গ্রুপ নির্ণয় করে। আজ তারা ২১৫ জনের রক্ত বিনামূল্যে নির্ণয় করে দেন। বাঁধনের সকল কর্মীরা আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চালু রাখেন। বাঁধন, স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন। ১৯৯৭ সালে এর যাত্রা শুরু। ধীরে ধীরে পুরো বাংলাদেশে এর কার্যক্রম চালু হয়েছে। বাঁধনের উদ্দেশ্য রক্তদানের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা। বিনামূল্যে গ্রুপ নির্ণয় প্রোগ্রামে ‍উপস্থিত ছিলেন বাঁধন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ইউনিট এর সভাপতি মুসাফির ইমরান, সাধারণ সম্পাদক ভাওয়াল আশরাফুল, উপদেষ্টা, জহির, সহ সভাপতি উম্মে আছিম, সাংগঠনিক সম্পাদক রবিউল করিম রবি, দপ্তর সম্পাদক দেলোয়রা হোসেন দিপু, লিমা, লাবনী, শান্তা, শবনব, জিয়া, শাকিল, বিপ্লব, তোফায়েল সহ কলেজের শিক্ষার্থীরা