বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই বাক প্রতিবন্ধী শ্রমিক গুরুতর আহত, হাসপাতালে ইসিজি ফি ৩০০টাকা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: তৌকির আহাম্মেদ হাসু
রাপত্তামূলক ব্যাবস্থা গ্রহন না করে বহুতল বিশিষ্ট অফিস/শো রুমের জন্য নির্মান কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মমিন(৩০) ও শরিফ(২৯) নামে দইু বাক প্রতিবন্ধী নির্মান শ্রমিক গুরুতর আহত হয়েছে। বুধবার জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার আমতলা আমেরিকা প্রবাসী নুরুল আমাীন জুয়েলের নির্মানাধীন ভবনের পার্শ্বে পিডিবি’র ১১হাজার ভোল্টেজ লাইনের তারে রড় পড়লে এ ঘটনা ঘটে। আহত মমিন(৩০) উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জুলহাসের ছেলে।
অপর জন শরিফ(২৯)সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার আলতা সিনেমা হল এলাকার ফজলু মিয়ার ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;ধসক্স ভর্তি করা হয়েছে।
ফজলু মিয়া জানায়, সেবা ডায়াগনোষ্ট্রিক সেন্টার থেকে ইসিজি এনে
জরুরী বিভাগে পরীক্ষা করে আমার কাছ থেকে ইসিজি পরীক্ষা ফি বাবদ ৩০০ টাকা নিয়েছে।
এ ব্যাপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান
জানান, ইসিজি মেশিনের টেকনেশিয়ান না থাকায় সেবা ডায়াগনোষ্টিক
সেন্টার থেকে ইসিজি এনে পরীক্ষা করা হয়েছে বিদ্যুৎতায়িত মমিন(৩০) ও
শরিফ(২৯) নামে দূ-জন বাক প্রতিবন্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।