বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শপিং মল, মার্কেট , কাচা বাজার ইত্যাদি খোলা না রাখা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ( রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, কাচা-বাজার ইত্যাদি খোলা না রাখা) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ জুন, বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জের সহযোগিতায় মতবিনিময় সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, সিরাজগঞ্জ শহর দোকান মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা তালুকদার, ডি আইও (১) পুলিশ অফিস সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব ইব্রাহিম আলী শেখ, ও জেলা মার্কেটিং অফিসার সিরাজগঞ্জ মোঃ আইয়ুব আলী, পৌর নিউ সুপার মার্কেটের সভাপতি হাজী মোঃ শাহজাহান আলী, হাট নিউ মার্কেটের সভাপতি মোঃ শাহ জামাল, ও এছাড়াও সে সময়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক গণ উপস্থিত ছিলেন প্রমূখ।উল্লেখ্য :- বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত ৮ টার পরে দোকান, শপিংমল মার্কেট, বিপণী, বিতান, কাঁচা- বাজার ইত্যাদি খোলা না রাখার জন্য জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জ শহর দোকান মালিক সমিতিকে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রাত ৮ টায় বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়।